সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালায় পরিবর্তন

শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.com

বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন হলো। নতুন প্রস্তাবিত বিধিমালায় নারী-পুরুষ উভয়েরই শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। এর আগে নারীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান ছিল।নতুন নীতিমালায় ২০ শতাংশ বিজ্ঞান শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করায় নিয়োগের ক্ষমতা সরকারি কর্মকমিশনের আওতায় চলে যায়। এতে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির বিষয়টি পিএসসি এর এখতিয়ার ভুক্ত হয়। যার কারণে ২০১৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের প্রয়োজন পড়ে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিধিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে সংশোধনের জন্য প্রস্তাব পাঠায়। ৩০ সেপ্টেম্বর এটি অনুমোদিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *