MBTV24.com
সম্প্রতি সেলফি জ্বরে আক্রান্ত সমগ্র বিশ্ব। স্মার্ট ফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে সেলফি তোলার প্রবণতাও। বিভিন্ন শ্রেণী,পেশার মানুষ বিভিন্ন লোকেসনে ভিন্ন ভিন্ন স্টাইলে সেলফি তুলে সোস্যাল মিডিয়ায় শেয়ারে ব্যস্ত হয়ে পড়ে। আর সেলফি তুলতে গিয়ে চলে যায় অনেকের প্রাণও। ফ্যামিলি মেডিসিন ও প্রাইমারী কেয়ার জার্নালে প্রকাশিত এক গবেষণার তথ্য অনুযায়ী জানা যায়, ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সারা বিশ্বে সেলফি তুলতে গিয়ে ২৫৯ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে প্রথম দিকে রয়েছে ভারত। তারপর রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।গবেষণায় দেখা গেছে, সেলফি তুলতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশির ভাগই তরুণ এবং এদের বয়স ৩০ বছরের মধ্যে।
বাংলাদেশও এই সেলফি জ্বরে আক্রান্ত। এমনকি রয়েছে মৃত্যু ঝুঁকিও।বিশেষ করে চলন্ত যানবাহন, বাড়ির ছাদ, চলন্ত বাসের ছাদসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে দাঁড়িয়েও অনেক ছেলে-মেয়েকে সেলফি তুলতে দেখা যায়। যেখান থেকে যে কোন সময় ঘটে যেতে পারে যে কোন দুর্ঘটনা। তাই অভিভাবক ও সকল সেলফি প্রেমীদের সচেতন হতে হবে। কারণ সেলফি’র থেকে জীবনের মূল্য অনেক বেশি।
মোঃ রবিউল ইসলাম
MBTV24.com