MBTV24.com
বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন হলো। নতুন প্রস্তাবিত বিধিমালায় নারী-পুরুষ উভয়েরই শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। এর আগে নারীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান ছিল।নতুন নীতিমালায় ২০ শতাংশ বিজ্ঞান শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করায় নিয়োগের ক্ষমতা সরকারি কর্মকমিশনের আওতায় চলে যায়। এতে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির বিষয়টি পিএসসি এর এখতিয়ার ভুক্ত হয়। যার কারণে ২০১৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের প্রয়োজন পড়ে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিধিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে সংশোধনের জন্য প্রস্তাব পাঠায়। ৩০ সেপ্টেম্বর এটি অনুমোদিত হয়।