MBTV24.com: সোমবার দুপুর ১টায় তেরখাদা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে উপজেলার শ্রেষ্ঠ জয়ীতাদের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ ৫ জন জয়ীতাকে সম্মাননা প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আব্দুল্লাহ, চৌধুরী আবুল খায়ের, অরবিন্দ প্রসাদ সাহা, নুর মোহাম্মদ সিফাত, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, এনজিও কর্মী মিঠু রানী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফিরিন সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রজেশ রায়।
মোল্যা সেলিম আহম্মেদ
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১০/১২/২০১৮ইং।