ভোলার বোরহান উদ্দিন উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত

সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MB TV24.Com ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পক্ষিয়া ইউনিয়নে “মিলে মিশে থাকতে ভাই, গ্রাম আদালতের বিকল্প নাই” এই স্লোগানে “গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি” মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর শনিবার সকাল ১০ টার সময় পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাগর হাওলাদারের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের গ্রাম আদালতের গত বছরের অর্জন, চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল সমূহ নিয়ে আলোচনা করা হয়। প্রকল্প শুরু থেকে এ পর্যন্ত ইউনিয়নে মোট মামলা গ্রহণ হয়েছে ১১০ টি , এবং সমাধান হয়েছে ১০৮ টি, ২টি মামলা চলমান রয়েছে। নিস্পত্তিকৃত মামলা থেকে ক্ষতিপূরণ আদায় হয়েছে, ৫৮ লক্ষ ৮ হাজার ২৭৯ টাকা। সভায় ইউনিয়ন চেয়ারম্যান জনাব নাগর হাওলাদার বলেন সাধারণ মানুষ গ্রাম আদালতের মাধ্যমে যে সেবা পাচ্ছে আমাদের পরিষদ এ ধারা অব্যাহত রাখবে। সভায় আরো বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপ সচিব। সভায় গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে সাধারণ জনগণকে জানানোর কথা স্থানীয় সুশীল সমাজকে অবহিত করা হয়। সবাইকে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে অবহিত করা হলে সাধারণ মানুষ অবশ্যই গ্রাম আদালতমূখী হবে। সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য, ইমাম, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রী । এছাড়াও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো: রহিদুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন পক্ষিয়া ইউনিয়নের গ্রাম আদালত সহকারী মোঃ কামাল উদ্দিন।

মোঃ সজিব, 

বোরহানউদ্দিন, ভোলা।

তারিখঃ ২১/১০/২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *