বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে ইউএনওর উচ্ছেদ অভিযান

সকল সংবাদ সংবাদ
মোঃ সজিব, ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তারমাথা ও কুঞ্জেরহাট বাজারে অবৈধ খাল দখল ও বাজার সড়কের দু পাশে রাস্তা দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে। কুঞ্জেরহাট বাজারের মেইন সড়কের দু পাশ  দখলকরে গড়ে উঠেছে শত-শত দোকান ও  প্রভাবশালিরা খাল দখলকরা ব্যস্ত ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা‘র নজরে আসে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ওই উচ্ছেদ অভিযান চালান তিনি।
এসময় স্থানীয় কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজী, বাজার ইজারাদার মোঃ তুহিন হাওলাদার , বোরহানউদ্দিন থানার এসআই মামুন, এ এসআই হুমায়নসহ সঙ্গীয় ফোর্স, আ‘লীগ নেতা বেলায়েত হোসেন, লিটন কাজী, টিপু মেম্বার, বাবলু হাওলাদার, করিম মেম্বার, হেলাল উদ্দিন নয়নসহ স্থানীয় শত-শত লোক উপস্থিত ছিলেন। ইউএনওর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজারো মানুষ।
মোঃ সজিব,
ভোলা প্রতিনিধিঃ
তারিখঃ ৩১/০৮২০১৯ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *