মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিয়েছে এনবিআর

Breaking News আইটি বিষয়ক তথ্য প্রযুক্তি সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বির্নিমান এবং অনলাইনভিত্তিক কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হয়েছে। গত ২২ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। মোবাইল ফোন ও আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাদের আর বাড়তি খরচ বাড়বে না। 

উল্লেখ্য গত ৯ জানুয়ারি অপারেটর ও গ্রাহকদের আপত্তির মধ্যেই খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে। প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড । এ নির্দেশনা বাস্তবায়িত হলে ৫শ টাকার সংযোগে গ্রাহককে আরো অন্তত ৭৭ টাকা বেশি দিতে হতো। আর মোবাইল সেবায় অতিরিক্ত ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় ১০০ টাকার রিচার্জে কর দিতে হতো ৫৬ টাকার বেশি। এতে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে ২৮ টাকা ১০ পয়সার পরিবর্তে দিতে হত ২৯ টাকা ৮০ পয়সা। সবমিলিয়ে ১০০ টাকায় সরকার পেত ৫৬ টাকা ৩০ পয়সা।

 

mbtv24.com

তারিখ: ২৮/০১/২০২৫ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *